বহু যুগের স্মৃতি আঁকড়ে তুমি দেব,
নীরবে অটল দ্রষ্টা আঁকড়ে তোমার সিংহাসন।
                            কতো বসন্তে ফুল ফুটেছে, বর্ষায় গান বেজেছে
তবুও কেউ তো আসেনি হেথায় এই ভগ্ন দেউলিতে।
                              কতো কাল তুমি উপাচারহীন,
আসেনি তো কোনো মালিনী করাতে তোমার শৃঙ্গার।
                              রচনি তো কোনো মায়া অলীক সৃজন
নীরবে আপনি রয়েছ সামান্যের ন্যায়।
                              তোমার সে মহানতা অম্বরের ন্যায়
শোয়েছো অবহেলা সব, পরে ধুলিকা কণায়।
                             বারিহীন শুষ্ক শূন্য অঞ্চল,ভক্তিহীন দেবালয় ঊষর প্রান্তর।
নেই হেথা সুবাস পুষ্প ধূপের, আসেনি কোনো আভাস নববসন্তসমীরে।
                              বাজেনা তো শঙ্খ তোমার সূচিকা রূপে
নেই কোনো আয়োজন, বিলায় না প্রসাদ নিজেরে।
                                কতো আলো সাজে উৎসবের তরে
তবুও কেউ জ্বালায়নি দীপশিখাখানি তব দেউলি দালানে।
                                এভাবে অনাদরে অযত্নে তুমি
বিগতা কতো যুগ আছো একাকী?