দিনের শেষে ক্লান্ত আমি
ফিরবো জানি অবসরে।
নিয়ম বাঁধা ছকে নও,
তাইতো বাধিনি নিয়মে তোমায়।
শুনবে তুমি মনের কথা
ক্লান্ত পথিক বলবে তোমায়।
থাকবে তুমি অপেক্ষা করে
আসবো আমি তোমার দ্বারে।
সকল ব্যাথা বলবো তোমায়
শুনবে তুমি চুপটি করে।
ফাগুন হাওয়া ছুঁয়ে যাবে
আমার মাঝে অবসরে।
থাকবে না গো কোনো দাবি
থাকবে শুধুই অপেক্ষা যে
তাইতো তুমি সবার প্রিয়
সবার মনের অবসর।
কেউ যদি গো না থাকে
জানি আছো তুমি রাত -দুপুর