কিছু সময় সে কাটিয়ে গেলো
মধুর আলাপে।
সে সময় জুড়ে ছিলো কতো
গান, গল্প, হাসি, মজা।
কতো সহজে বুঝিয়ে দিলে
জীবনের সরলতা।
সেই প্রহরের সাক্ষী ছিলো
সমূখের তরঙ্গিনী।
তার স্রোতে ভেসে গেলো
ফেলে যাওয়া মালাখানি ।
যাবার সময় মধুর আলাপ,
শেষ হলো মধু মুখে।
রইলাম চেয়ে তোমার পথ
দেখি আবার কবে হয় দেখা?
আবার যেদিন হবে দেখা
যাবো নতুন ঘাটে মোরা ,
নতুন কতো সৃষ্টি হবে, তোমার মিলনে।