হৃদয় মাঝে গভীর গোপন পরম-আপন ও কে


অন্ধকারে বীণার সুরে আপন করে মোরে।


বিশ্ব তখন ঘুমে মগন নীরব রাতের কোলে


নানা মায়ার বাঁধনে বাঁধে ওই পরম প্রিয় মোরে।


বৈশাখের তপ্ত দিবস আগুন ঝরা বেলা


রুদ্র ধরে প্রলয় নাচন আজ ধরার ধূলি 'পরে।


ওই যে প্রিয় গোপন রয় দিনের স্বচ্ছ ধারায়


আপন তেজে ঝড়ের ডংগা বাজায় গোধূলিতে।


গভীর বন মাতলো আজ মত্ত মহীরুহ


বিজন পথে নিভলো হেথা সকল আশার দীপ্ত।


একলা মম শূন্য পথে শুধুই হাহাকার


আড়াল হতে পথ দেখালো কে ওই পরম প্রিয়।


আসবে যখন পূর্ন সময় পরম লগন মাঝে


দিনের শেষে পূজাপাঠ সমাপন দিবাকরের অস্তে।


বাজবে ভেরি বিসর্জনের শোক বিহ্বল উল্লাসে


কার আছে শক্তি অমন, যে বাঁধবে মোরে ওই ক্ষণে।


বেদনার দূত পাঠালে ওগো পরম প্রিয় মোরে


আমন্ত্রণের বাণী,  লিখলে হৃদয় ভরে মোর।