বহুকাল হয়েগেছে দেখা হয়না
সময় না ইচ্ছে কোনটার অভাব, বুজিনা।
মনে মনে বড়ো একা, পরন্ত বিকেলবেলা।
হতো যদি দেখা, কোনো জাদু মন্ত্রে,
কি ভালোই হত তবে, কাটতো সময় মধুর বসন্তে।
জানি ব্যাস্ত তুমি, দায়িত্ব প্রচুর।
তবুও আসতে যদি একবার, ভালো লাগতো।
চেনা সেই ঘাট, চেনা সেই পাড়,
শুধু সময়ের ফারাকে অচেনা মােরা।
আজও বিকেল গুলাে নীরবে কাটচ্ছে কতো
ঘুরে ফিরে মন খোঁজে পুরোনো স্মৃতিগুলো।
এ তরফের নিমন্ত্রণ পাঠালাম সেথায়,
জানিনা গ্রহণ হবে কিনা ও তরফের মনিকোঠায়।
কতখানি অচেনা হয়েছো তুমি,
আজ আসার জন্য আমন্ত্রণবার্তা পাঠাতে হয় তোমায়।
নীরব থাকাই আজ হোক তবে শ্রেয়
জানিনা আসবে কিনা সাড়া দিয়ে আমার নিমন্ত্রণবার্তায়?