বসন্ত আজ মাতাল হলো পূর্ন জোৎস্নালোকে


ফুলের বনে সবাই ছোটে বিপুল আনন্দে।


সবাই মোরে শুধালো,  ওই আলোর ধারায় যাবার তরে


ফিরিয়ে দিলাম সবারে দুয়ার হতে মোর দ্বারের।


এখনো যে বাকি আছে অনেক কাজ, অনেক সাজ


ওই যে নবীন আসবে, কে জানে কোন ক্ষণে।


একলা আজ আপন ঘরে, একলা বসে ঘরের কোণে


রইলো বাকি অনেক কাজ, কি জানি কখন হবে?


হয়নি হেথায় মালা গাঁথা, হয়নি এখনো পান সাজা


গভীর রাতে শুকিয়ে গেছে ভোরের কনকচাঁপা।


কি জানি সে আসবে কবে, কোন তিথিতে কোন লগনে


আমার সকল কাজ গুলি রে সারতে হবে এই রাতে।


ফিরিয়ে দিলাম সবারে দুয়ার হতে মোর দ্বারের।


এই রাতের সকল গান, মোর বেদনার গভীর টান


সব কিছুর মাঝে আমি নিয়ে তার সকল স্মৃতি।


যদি মোরে মনে পড়ে আসবে সে নতুন প্রাতে।


কাজ যে মোর আছে অনেক,


                                 যাবো না আর ফুলের বনে।