হে গম্ভীর, হে রুদ্র
হে শুভ্র, হে তুহিন।
দূর হতে আপনারে করি বিনম্র প্রণতি।
ওহে স্নিগ্ধ, হৃদ স্বচ্ছ
মনময়, মধুরাজি
অধরা রূপময় বিরাজ হৃদিমাঝি।
আমি তন্ময় বিভোর আজ
সম্মুখে স্বচক্ষে আপনারে হেরি।
কি মায়া, কি মোহো
লুকানো ওই শুভ্র কায়া মাঝে।
কত কাল কতো নিশি রয়েছি বিনিদ্র
বারে বারে ফিরেছো স্বপ্ন কুহকে মোর।
অবশেষে আজ তুমি সম্মুখ নয়ন মাঝে।
কি অপূর্ব কি বাহার,
হৃদয় করেছে স্তুতি তব রূপের, হে পৌরুষ।
বহু কালের স্বপ্ন বাস্তবে আজ
আপ্লুত আমি, ধন্য জীবন মোর।