সুরেশ্বরীর তরঙ্গে ভেসে এসেছি নূতন দেশে


নব প্রকাশ হেথায় মোর নব আনন্দে।


হেথায় কতো বিচিত্রতা মেঘ রোদের আনাগোনা


সুরে সুরে ভেসে চলা বিপুল পুলকে।


সামনে সবুজ ধানের ক্ষেত দোলায় শির পবনে


ফিঙে উড়ে যায় হরিৎ ক্ষেতের কোলে।


কুয়াশা হেথায় ঘোমটা টানে দিগন্তে কুটির'পরে


দূরে কোথায় গায় গান রাতের পাখি এক মনে।


নূতন দেশে নূতন বেশে নূতন রূপে আমি


সুন্দরের মাঝে নিজেরে হারাই।


উদাস মন শীতের রাতে গান ধরেছে জোৎস্না মাঝে


মন কেমনের সুর উঠেছে আজ বিরহে।


চোখের কোণে নিদ্রা এসে কড়া নাড়ে সময় হলে


বেশ তো আছি সুখে নূতন দেশে আনন্দে।