খেলেছে আঁধার আপনমনে আলোর বেণুর সুরে সুরে
লুকোচুরি তার শ্রাবনী রাতে ঘন কালো মেঘের অন্দরে।
আপন লীলায় মগ্ন সে আপন আঙিনার প্রাঙ্গনে
আগত বর্ষা সাজালো নিজেরে কদম্ব যুথিকার বাহারে।
সুরের লীলা খেলেছে আজ কঠিনঅচলমৃদঙ্গে।
শান্ত যামিনী বিলাপ করে অশান্ত ওই ঝড়ের মাঝে।
সংসারে আজ প্রেমের খেলা
                                 প্রণয়পাশার মাঝে,
কে গো তুমি মনেরমাধুরী
                          করবী সাজের নন্দিনী!
গভীর রাতে নিবিড় বনে বেণু বাজায় কোন রাখাল রে
রূপের লীলায় মগন হলো আজ বর্ষণ মুখর রজনী।
তোমার মাঝে হাজার স্মৃতি অতসী বকুল কামিনী
পদ্ম পাতায় জলের আলাপ শালুক বনে প্রেয়সী।
নিজের প্রকাশ তোমার হৃদে এ কোন সুখের গোধূলি
হাজার হীরক আপন স্রোতে ডুব দিয়েছে ওই তরঙ্গে
আজ শ্রাবনে রোদন ভরা ভগ্ন হৃদয় কাঁদে একা
হারের হার দিয়ে গেলে প্রতারণার সুতোয় গেঁথে।
পাহাড় মাঝে ঝর্ণা যেমন আপন লীলায় সৃজন করে
নিত্য তার ক্ষয়ের খেলায় নতুন রূপে ভুবন মাতে।
এই বেলাতে চুপটি করে বসবে এসে আমার পাশে
আবার কবে দেখা হবে কোন শ্রাবনের গহন রাতে।