তু্ই যে আমার ফেলে আসা সেই বিকেল বেলা


তোকে ঘিরে গল্প কতো ছোট্ট সাঁঝের বেলা।


তু্ই যে আমার বসন্তে ছেড়ে যাওয়া ঝরা পাতার গান


তোর সাথে তে চৈত্র মাঝে আবির রঙের টান।


তু্ই যে মোর চৈত্রবেলার লুকোচুরির সুর


তোর সাথে তে হারিয়ে যাওয়া বাউল সুরে দূর বহুদূর।


তু্ই যে মোর রাতের দিশা, শুক্ল রাতের আশা


তোর মাঝেতে হাজার ব্যাথা বিলাই আপনা।


নিশুতি রাতে তু্ই যে মোর, আঁখির পাতায় স্বপ্নভোর,


প্রভাত বেলায় তু্ই যে আমার,ঝরা চাঁপার মালিকা ।


হাজার হাজার প্রহর কাটে স্বপ্ন আশা বর্ষা রাতে


দিন দুপুরের মধ্যিখানে তু্ই তো মোর কামনা।


বছর শেষে বিদায় কালে করবী ফোটে শাখে শাখে


হাজার ব্যাথা,দুঃখ, সুখের গান গেয়েছে মন গোপনে


গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীতে তু্ই ছিলিস মোর অপেক্ষা।


বসন্তের রঙ বাহারে রুদ্র পলাশ নীল নিখিলে,


সাতটি সুরে সাত রঙে তু্ই যে মোর অভিলাষা।