বহুদিন পরে ফিরেছি আজ হেথায়


দিবসের আলো গেছে নিভে।


হেথায় আজ দীনবেশে,


ম্লান মুখে চেয়ে উজ্জ্বল চৈত্র নবমীতে।


সৃষ্টির ক্লান্তি মিশেছে আজ


                                    মোর শুষ্ক আননে।


আমাকে কি চিনতে পারবে আজ,


মোর মালিন্য আর দৈন্যতার আড়ালে।


শরীর হয়েছে ক্ষীণ, নয়ন জ্যোতি হীন


হারিয়েছে সব মোর অর্থ, সুখ, আশা, সম্পদ।


আজও কি তুমি সেই আগের মতোই


                                    ব্যাকুল হবে আমার তরে!


কি জানি?


হয়তো হবে বা হয়তো হবে না।


আমার অপলক দৃষ্টি


তোমার সেই সব স্মৃতিতে নিবদ্ধ আজও।


জীবনের যাত্রায় হয়তো তুমি অনেক এগিয়ে


হয়তো চাইবে না আর এই বিদীর্ণ কলঙ্কে।


                         তবে হোক তাই।


বাঁধবো না তোমায় এই শুন্যতার বেড়া জালে।


আর যদি ফিরে আসো,


                       রেখে দেবো হৃদয় পিঞ্জরে।