শূন্য পথে কে এলো রে সন্ধ্যা বেলায়!
লাগিয়ে গেলো প্রাণে মোর দখিন হাওয়া।
পথের পানে একলা বসে আমি
মনের কথা বলি কোন সুজন কে?
ফুল বনে  কোন মধুর বাঁশি
উদাস হয়ে বাজালো কোন রাখাল ।
গোঠের ক্ষুরে পথের ধুলা যত
আড়াল করে সাঁঝের চন্দ্রাণী কে
মোর হৃদয়ের সকল না বলা কথা
চোখের জলে ব্যাক্ত আজকে সাঁঝে।
সন্ধ্যা বেলা মালতি রাশি রাশি
মেলেছে দল পথের ধারে বসে।
প্রভাত আলোয় হয়নি যে গান গাওয়া
সন্ধ্যা সাঁঝে আয় না সখা গাই সে গানটা আবার।