কাজ যে অনেক রইলো পরে

                                      সারতে হবে এবার ওরে।
দক্ষিণ হাওয়া বইলো পালে
                                   সময় বয় আপন মনে।
সারতে হবে এবার ওরে
                            আছে যা বাকি একে, একে।
বাঁধিস নে  বাঁধন ডোরে
                             আলসেমি আর কুঁড়েমিতে।
সময় বয় আপন মনে
                            প্রভাত হতে রজনীতে।
নেই যে তোর হিসাবে নেবার
                           তাই বলে তুই দিসনে ফাঁকি।
আসবে যেদিন সমন ওরে
                           হিসেব হবে কড়ায় কড়ায়।
সেদিন যদি ফাঁকি থাকে
                            বিচার হবে অসি হাতে।
দিনের শেষে জ্বলবে শিখা
                           বসবে বিচার রাজভবনে।
রাজার বেশে আসবে সময়
                             বিচার হবে তাঁর নিয়মে।
রক্তহীন যুদ্ধ শেষে
                          ফিরবে সবাই ন্যায়ের পথে।
এমন সুদূর মধুর ভাবে
                          ভুবন গোড়ুক এই শতাব্দীতে।