নাই বা হলো বিয়ে ওদের
                                     নাই বা হলো ঘর
তবুও দোঁহে মিশেছে আজ
                                    মিলেছে  একে অপর।
ভাবছো তুমি মনে মনে
                            কেমন ছল সে করে
নামহীন বনফুল আজ
                            ছড়ায় সুবাস হৃদে।
ঘাটের পাড়ে দুজন ওরা
                     সময় বয়ে গেছে কতো।
হাতে হাত রেখে গল্প কতো
                    প্রহরে প্রহর মিশেছে।
নামহীন বাঁধন ওদের
                       নেই স্বীকৃতি,
তবুও কোন গভীর তারে
                     বাঁধা মন মাধুরী।
জোয়ারের জল উঠেছে ঘাটে
                  বয়ে গেছে দোঁহের দুই হাতের উপর দিয়ে।
জানলো না সংসার
                 কি ঘটে গেলো সেই ক্ষণে।
রইল সাক্ষী সেই ক্ষণে
                 তরঙ্গীত সলিল প্রেম প্রকৃতি।
নীরবে হলো সাক্ষী আজি
                  উজ্জল ধারায় জোৎস্নারাজি
কোন অসীমে হারিয়ে গেলো
                 ওদের হৃদয়দুটি ফাগুন রাতে।