হলো সময় এবার        নিশি শেষে ফিরব দেশে।
পথের যত চিহ্ন       থাকবে হৃদয় মাঝে আজীবন।
যাত্রা মোর অনন্ত    তোমার প্রেমে হৃদয় রঙিন বসন্ত।
তবু থামতে হলো,   বাঁধলো ঘর সময় ডোরে।
কথা দিলাম শেষ ক্ষণে  আসবো ফিরে আবার।
হে সৌম্য সুন্দর অসীম   অনন্ত ত্যাগী ভৈরব,
হে স্তব্দ কঠিন গম্ভীর      নাও পূজা আজ মোর।
হে উদাসী দার্শনিক        শুষ্ক বিপুল শুভ্র তুহিন,
দিলে প্রেম, আনন্দ        দীর্ঘ এই কঠিন যাত্রায়।
ফিরতে হবে এবার         বাঁধলো ঘর সময় ডোরে।
দেখা হবে মোদের         অন্য কোনো স্থলে,
যদি ডাকো মোরে         অন্য কোনো রঙিন বসন্তে।
ফুলের সাজে কায়া        শুভ্র সুবাস ভরা
মনের মতন করে     সাজাব সেই ক্ষণে।
কথা দিলাম আসবো  সময় হলে ডাক পাঠিও আমায়।