শুনতে চাই তোমার না বলা কথা
দিতে চাই সুর সেই না গাওয়া গানের।
তোমায় ঘিরে থাকতে চাই জোৎস্না মাখা রাতে,
তোমায় আরো বাসতে চাই ভালো, প্রেমের মধুর ক্ষণে।
নিশি মাঝে তোমায় ঘিরে স্বপ্ন কতো দেখা
আড়াল হতে তোমায় দেখার অজুহাত খোঁজা।
সামনে এলে হারায় মাের সকল মনের কথা
নিদ্রা মাঝে অশ্রু ঝরে চোখের কিনারে।
একলা হয়ে মনের মাঝে গোেটা বিশ্ব ধরা।
কুহক মাঝে মায়া বনে রূপকথা গল্প বলা।
দিনের শেষে তোেমার দেশে চৈত্র সাঁঝে আপনারে
সাজিয়েছি শিমুল হারে, মন ফাগুনের আবির রঙে।
পাবো কি সুযোগ তোমা হতে,
            শুনবো কি বন্ধ মনের না বলা কথা।