যেদিন দেখা হবে  কোনো এক গভীর রজনীতে


ফুটবে চাঁদ আকাশে, ফুটবে চাঁপা শাখে।


খেলবে জোৎস্না হেথায় এই নদীর কূলে।


আনবো কতো রঙ, আঁকবো কতো স্মৃতি,


তোমার মনের ক্যানভাসে।


হয়তো তুমি আজ একলা নিরালায়


গোপনে একাকী নিজের একাকিত্বে।


হৃদয় তোমার আজ ব্যাকুল প্রকাশে


শোনাবে কাকে সেই ব্যাকুলতা, ওহে।


এই যে যাতনা, মনের কামনা


প্রকাশ পেতে মন খোঁজে শুধুই সাথীকে।


জানি তুমি বিরক্ত, বেসুরো দিনগুলো


মনের শত ইচ্ছা হয় না প্রকাশ যে।


ক্ষতি কি তবে বলো যদি অপেক্ষায় দিন কাটে


হৃদয় জুড়ে কামনা আজ গুছিয়ে তুলে রাখো।


বললে তুমি মোরে হবে দেখা মোদের


হাজার স্বপ্ন হৃদের, থাকনা তোলা সেই ক্ষণে।


সেদিন হবে কথা, মনের যত ব্যাথা


শুনবো আমি প্রিয় শুধু তোমারি মুখে।


অভিমানের তরে রেখো না কিছু মনে


তোমার জন্য কেউ যে, সময় গোনে -


কম কি তা কিছু?