অবেলায় আজ এসেছো মোর দ্বারে
কি দিয়ে আজ কেমনে করি তোমার যতন এই ক্ষণে?
আসার তো এ নয় সূচি তোমার!
তবে এলে কেন! কি বার্তা এনেছো মোর তরে?
হৃদয়ে আজ কোন সে ভয় ঘিরেছে মোরে
কি জানি কোন বারতা এনেছো বয়ে?
দ্বিপ্রহরের তপ্ত রৌদ্র কিরণে
আনন তোমার লোহিত বর্ণে দীপ্ত।
মোর তরে এ সামান্য আয়োজন
কেমনে এ দেবে তোমায় রাজার মান?
আমি ভিখারিণী  সংসারে পতিতা বাড়বোনিতা
একি শোভা সাজে তব মোর সেবা গ্রহণের?
ফিরে যাও দেব, হে রাজর্ষি
ফেলোনা মোরে বিড়ম্বনায় এই পাককুন্ডে।

নই রাজা, নই ঋষি আজ আমি প্রেমিক
এসেছি দ্বারেতে তোমার সে কথা জানাতে।
হৃদয়ে বেঁধেছ  মোরে হে নিকুঞ্জের  শশী!
আজ আমি তোমা হতে বহুদূরে নই
ভেঙেছি সব বাঁধা এসেছি শূন্য হয়ে আজ।
এর পর আছে কি এর কোনো বাধা!
দু'জনে আজ মোরা একই সুরে বাঁধা ।
আর নহে দূরে, এসো প্রাণপ্রিয়ে,
নিখিলের বুক জোড়া পূর্ন শশী হয়ে।