বিকালের পড়ন্ত রোদের দুরন্ত নিস্তব্ধতা মনকে টেনে আনে বিষণ্ণ জগতে।।
রাস্তার উড়ন্ত ধুলো আর গাড়ীদের গর্জনের মাঝে মনটা যেন বিচ্ছিন্নতায় ভোগে।।
তারপর আসে সন্ধ্যে,
ঠিক যেন দিনের শেষে মায়ের বেশে এসে মনকে জুড়িয়ে দেয়,স্নিগ্ধতার আবেশ জাগায়।।
আর মায়ের আদর শেষে আসে রাত্রি,
গভীর রাত্রি-সবচেয়ে প্রিয় বন্ধু আমার,
আধ্যাত্মিকতার সাথে অনুপ্রেরনার এক হৃদয়স্পর্শী মেলবন্ধন ঘটে, রাত্রির গভীরতায়।।
তারপর রোদের স্রোতে ঢেউ তুলে আসে এক নতুন সুযোগ,এক নতুন সকাল।।
সবচেয়ে প্রিয় বন্ধুর দেওয়া গভীরতম অনুপ্রেরণা বুকে নিয়ে এক নতুন বেশে অবতীর্ণ হই জীবনযুদ্ধের আরো একটি নতুন অধ্যায়ে......
জিততেই হবে।।