কাঁচের সাম্রাজ্যে আজ ভীষণ উৎপাত।।
পদপিষ্ট কাঁচের সম্রাট চুরচুর হয় প্রতিক্ষণে
বিচ্ছিন্নতাবাদী অবয়বের স্নায়ুসন্ধিতে প্রবহমান
আদিমতম আসক্তিদের উপর
হানা দেয় প্রাণবন্ত বিবেকময়ী সত্ত্বার সৈন্যদল।।
বিপ্লবের কোলাহলে কাঁচের সম্রাট খানিক দিগভ্রষ্ট হলেও অবশেষে সে স্থির চিত্ত।।
পুনর্নির্মিত হবে কাঁচের শহর
প্রতিটা কাঁচের টুকরো জুড়বে সে,
আসক্তিদের শেষকৃত্য সম্পন্ন করে
সৃষ্টিকে সার্থকতা দিতে আজ বিবেকের রাজ্যাভিষেক
করবে সে;
কারণ এতেই ভাষাহীন তৃষ্ণার পরিসমাপ্তি।।