রুচিবোধ,অভিমান,হেডফোনে শোনা গান
রাতে টানে নিজের পাড়ায় তাকে
বালিশের প্রাচীরে,ভেঙে পড়া অচিরে
মনের খবর আর কে বা রাখে।।
পৃষ্ঠার ছড়াছড়ি,শব্দের খোঁজে মরি
কেরোসিন ফুরাচ্ছে,আলো নেই
চোখের কালোর দেশে,শান্তি বিলিয়ো এসে
রবো আঁধারেও মুক্তির কাছেতেই।।
হয়তো রাতটুকু কাটলেই এসব ভুলে যাবে
দৌড়াবে ঘামে ঘেমে কত পাকে
তাও রেখো মনে এটা, লিখতে চেয়েছি যেটা
খুব রোদে ছায়াদেরই দেশ থাকে।।