জন্মেই বেঁচে থাকার অনিশ্চয়তা।।
বাঁচার লড়াইতে কাঁধে একটা শক্ত হাত পাওয়ার অনিশ্চয়তা।।
কখনো খুব ভেঙে পড়লে মাথা রাখার জন্যে একটা কোল পাওয়ার অনিশ্চয়তা।।
দুর্ভাবনার দেশ এড়িয়ে জীবনের অমূল্য প্রাপ্তিকে মূল্য দিতে পারার অনিশ্চয়তা।।


কেবল অনিশ্চয়তাই সুনিশ্চিত চিরতরে...চিরকালে;


শুধু বিশ্বাসই পারে এই চক্রকে ভাঙতে।।