জীবন বোধহয় চলছে এগিয়ে,জন্ম-মৃত্যুর দাঁড়িপাল্লায় সময়ের বাটখারার ভারের সাথে তাল মিলিয়ে ;


কিংবা হয়তো থেমে আছে,বন্দি আছে একঘেঁয়ে বেঁচে থাকার অভ্যাসের খামে, যা বিখ্যাত নাকি লোকসমাজে পরিণত ও উন্নত জীবনবোধের পরিচায়কের নামে ;


জীবন কি পিছাতেও পারে ?.....জানা নেই;
তবে,ভীষণ ব্যস্ততায় কিংবা বীভৎস অবসাদে মাথার ভিতরের চিত্রগুপ্ত যখন পুরানো স্মৃতির পাতা উল্টায়,
ধুলোপড়া প্রাচীন কিছু অভিযোগ আর আফসোস গুলো মাথাচাড়া দেয়,
ক্ষনিকেই জীবন ডুব সাঁতার দেয় অতীতের জলে প্রতি রোজে,


কে জানে....হয়তো মনের গরাদ ভাঙার ইচ্ছে খোঁজে ।।