কাদাজলের বুকে যখন আকাশচ্যুত একটা  বৃষ্টি কণা ডুব দেয়
ওই সঙ্গমের চতুর্পাশ ঘিরে একটা ছোট্ট বৃত্তাকার পরিধি জুড়ে ঘোলাটে অস্বচ্ছতা ঘুচে যায় ক্ষনিকের জন্য,


মস্তিষ্কের শিরায় শিরায় মাকাল ফলের ন্যায় জমাটবদ্ধ ভাবনাগুলো চিরকাল ওই বৃষ্টি কণার প্রতীক্ষারত।।