তারা ভালোবাসে তো;
তাই অভিমান হয় দুজনেরই,প্রায়সময়ই।।
মাঝে মধ্যেই কিছু রাত্রিরা ঢাকা পড়ে যায়
একশহর নিস্তব্ধতায়;
দুটো অভিমানী মন ভোগে সারাক্ষণ,
পরের সকাল গুলো বড্ডো ভ্যাপসা-গুমোট মতো;
একজনের কণ্ঠস্বর আর একজনের গালের টোলে থাকতে চায় না ;
সময় পেরোয়,অনেকটাই প্রায় এক বেলা,
অভিমানের ঘোর কাটে;
এবার একটু কষ্ট হচ্ছে,সারাদিন একবারও খোঁজ দিলো না,
সে ঠিক ঠাক আছে তো??
এবার ফোনের রিংটোন টা বেজে ওঠে
উদ্যোগ টা কোনদিক থেকে আসবে সেটা
নির্ধারিত হয়,আফসোসের অনুপাত মাফিক;
ফোন রিসিভ করে ওদিক থেকে,
প্রথমটা কিছুটা জমাট বাঁধা কুয়াশার মতো হয়
তারপর কিছুটা শিশির পড়ে,
এবারে রোদ উঠেছে,সব জ্বলজ্বল করছে
অফুরন্ত প্রাণবন্ততায়।।
খুশির বন্যায় নিস্তব্দতার ইতি ঘটে,
গলার স্বরগুলো আবার গালের টোলে নিজেদের জায়গা করে নেয় অনায়াসেই।।
তারা ভালোবাসে তো
তাই এরকম হয় দুজনেরই,প্রায়সময়ই।।