ভাব দরদী ,দরদ কেন ,উপচে পরে রয়।
সেই দরদে ,শুকনো ইটও,
বিস্কুট মনে হয়।
ভাব দরদী ,দরদ কেন, উপচে পরে রয়।
মদ খায় ওরা  ড্রিঙ্ক করে ,
আমি তো তা পাই ,
পান্তার জলে.
দরদ ,আমার এত খানি ,
ওটাও, শ্যাম্পেন মনে হয়।
ভাব দরদী ,দরদ কেন, উপচে পরে রয়.
এদেশ ওদেশ ভ্রমণ করো,
ভ্রমণের ছলনায়, আমিও করি ভ্রমণ ,
স্টেশন আর বাসস্টান্ডেতে ঠাঁই।
দরদ, আমার এতখানি ,
সেটাও ,পাঁচতারা হোটেল মনে হয়।
ভাব দরদী, দরদ কেন ,উপচে পরে রয়.
তুমি থাকো ওই আকাশে ,
আমি থাকি মাটির পাশে,
দরদ, আমার এতখানি ,
সেটাও বিছনা মনে হয়।
ভাব দরদী, দরদ কেন, উপচে পরে রয় ,
তুমি করো সূর্যস্নান, লেকের ধারে  ,
আমি করি তা, ড্রেনের ধারে ,
দরদ,আমার এতখানি ,
সেটাতেওঁ , ডি  সংশ্লেষ হয়।
ভাব দরদী ,দরদ কেন, উপচে পরে রয়.
তুমি করো প্রেম, ঝোপেঝাড়ে,
আমি তা করি, বেড়ার ঘরে,
দরদ, আমার এতখানি ,
সেখানেই ,দীর্ঘ পরিচয়।
ভাব দরদী ,দরদ কেন, উপচে পরে রয়।
তোমার ছেলে গান করে ,
গিটারের তারে ,
আমারটাও গান করে রাস্তার ধারে ,
দরদ ,আমার এতখানি ,
সেটাও ,অডিটোরিয়াম মনে হয়।
ভাব দরদী ,দরদ কেন ,উপচে পরে রয়।


তোমরাও কাঁদো আমরাও কাঁদি ,
তোমরাও হাসো আমরাও হাসি,
তোমাদের তোমাতে আর আমাদের আমাতে পরিচয়।
ভাব দরদী ,দরদ কেন ,উপচে পরে রয়।