ধরণীর ধরণ স্মরণ, বরণ করে,
মরণ যখন, দেবে ডাক.
মারবি মরবি ,ধরবি তারে ,
প্রেম যখন, দেবে হাঁক।
জ্বালাস বাচাষ , খেলাস তাকে ,
ওরে ও আমার ,কোকিল ঝাঁক।
দুরন্ত বসন্তে, উড়ন্ত পাখি ,
শোন্ ওরে ,দিচ্ছে ডাক।
যৌবন যখন, পবন হয়ে ,
জীবনে , আসবে ধেয়ে।
বন্ধনের বাঁধনে, নয়নে বয়ে,
ঘুমহীন চোখে, থাকবি শুয়ে।