নাম অজানা এক আগাছা।
রুক্ষ পাতা ,কাটা কাটা গা,
ফাটা ফাটা ত্বক ,বেরিয়ে আঠা ,
বৈশিষ্টে পরিপূর্ণ ,তুমি আগাছা।
নাম অজানা এক আগাছা
সুক্ষ কোনে , ক্ষেতে ক্ষেতে ঠাই ,
যেতে যেতে দলিয়ে , মেরে দিতে চায়
পরিশীষ্ট পুনর্জন্ম ,হ্যা তুমিই আগাছা।
নাম অজানা এক আগাছা
রুক্ষ কপালে ,ঢেলে ঢেলে ছাতা,
তুলে তুলে প্রেম ,দেখায় বিধাতা !
শেষে মৃত্যু ,হ্যা ,তুমিই আগাছা।