সারাটা দিনে অনেকবার দেখি।
তবু, চোখের দেখা, একবার কি দুবার।


অল্প জলে কি তৃষ্ণা মেটে ?
তাই, তৃষ্ণার্ত থাকি,হাত পা বাধা আমার।


এমন করে ,না হয় বছর কয়েক ধরে.
কি হবে তৃষ্ণা মিটিয়ে ,
তার থেকে সম্পূর্ণ তৃষ্ণার্ত থাকায় ভালো।


কখন অগোচরে ,কখনো গোচরে দেখা।
তবুও সে রেখা, মেটে  না সারাটাদিন ধরে,
হা হা.


সে বাঁশি শোনে না,
তবুও  বজায় বাঁশি।
সে শোনে না শুনুক,
নিজেই তো আনন্দ পাই.


সারাটা দিনে অনেকবার দেখি,
তবু ,চোখের দেখা, একবার কি দুবার।


১১/০৮/১৬