ও স্বপ্ন চোখের মনি, কি এত দেখো
রাখো ,মনটা পকেটের ভিতর।
সেখানে শুধু গুড়ি গুড়ি ময়লা
আর কিছুই নেই।
সেই, বাপের দেওয়া হাত খরচার টাকা
আজ ফাঁকা ,মাসের দশদিন না হতে।
না জোটে, বই-পেনসিল-পেন আর খাতা
ধুর ছাতা ,স্বপ্ন দেখা কি তোমার মানায়।
জানাই,বেকার তুমি ও গো স্বপ্নের স্বারথী
প্রেম আরতি ,দু এক ফোটা বৃষ্টি ঝরায়।
আর জানাই  ,কিছু একটা করো ,না হলে,
কিভাবে মিটবে মিলন অভিপ্রায়।


সুদীপ্ত কুমার ঘোষ  (২৩/০৮/১৬)