সিক্ত রসে নিরাকার ,
নিরস রসেরে করিছে প্রহার।
আপন কর্মে অনির্বান ,
রোদ্র ছায়ায় চাইছে বান।
যৌবন প্রদীপ কম্পিত কেন ,
রসের পেয়ালা খালি যেন।
চুমুক দেই রসহীন রসিক ,
কালবিহীন প্রান্তরে আছে কি দিক।
অন্যায়ের অঙ্গে যেন অল্প পরিধান ,
করিছে লোকে তারে চুম্বন দিয়া সান।
আমি বলি তারে করে বিহ্বল ,
রসের পেয়ালা উল্টায়ে কেন  -
রসিক চঞ্চল।