(১)
হাসি হেসে ,ভালোবেসে ,
সে আছে বসে ,স্বপ্নের মতো লাগে।
পরিটির কেন নেই ডানা  ?
তবুও ,ডানার  পালোক গোনা,
হলো না আজও শেষ আমার।
ডানা কি লুকিয়ে রেখেছো ?
ও চুড়িদার।
(২)
কাছে এস, আলোকিত করো আমার জীবন.
ভালোবেসো, লাল পাপড়ির ভুবন.
বন্ধনের বাঁধনে, ছড়ালো একাকী.
যোবনের যতনে, ছড়ালো জোনাকি.
সখি বলে ডাকি তাই,
মাঝি আমি ,প্রেম পানসীর  দাঁড় বাই .