জীবন যেখানে যেমন
কখনো জীবনের মহাসমুদ্রে উত্তাল ঢেউএর  সাথে তাল মিলিয়ে
কখনো বা জীবনের অগভীর জলে বালুচরে হঠাৎ আটকে যাওয়া
অথবা
ঝিরিঝিরি  বাতাসে সকালের একমুঠো মিষ্টি রোদে রৌদ্রস্নান
নয়তো
পড়ন্ত  বিকেলে নীল সমুদ্রের সচ্ছ জলে  হেমন্তের আকাশে সাদা  মেঘের প্রতিচ্ছবি
নইলে
ঘনিয়ে আসা সন্ধ্যেটাতে রক্তিম সূর্য্যটা  আনমনা  করে
আর খুব করে মনে পরে  ভালবাসার মানুষগুলোর আবেগ জড়ানো ভালবাসা
অবশেষে
প্রহর গুনি কাছে  ফেরার