-সুগত মুখোপাধ্যায়


মাঝ রাতে বৃষ্টি এসেছিলো
অঝোরে মোর দ্বারে।
জানালার পর্দা উড়িয়ে
বারেবার ডেকে ছিল,
গভীর ঘুমে, গহীন স্বপ্নে
সাড়া দেওয়া হয়নি তাকে।


মাঝ রাতে সে এসেছিলো                               সোহাগবাতির আলোয়
আমায় দেখেছিল নির্নিমেশ
অতল থেকে কুড়িয়ে মুক্তো
দেওয়া হলো না তাকে।
সে যে মাঝরাতের বৃষ্টি
তাই কবির ছন্দ, উদ্ভিগ্ন যৌবন
ভিজিয়ে দিতে পারেনি
আজও, ফিরে যাবার আগে।


চলে গেছে, আধা চাঁদের হাতে
দিয়ে আকাশ, অভিমানে,
মেঠো নদী হয়ে বয়ে গেছে
রয়ে গেছে বিন্দু হয়ে সারসীতে
মিলিয়ে যাবার আগে।


আলুথালু বেসে জাগে রাত শেষে
ভৈরবীহীন বড়শি গাঁথা জীবন,
তবু ধরা সে দেয় মাটির গন্ধে
মিষ্টি ছন্দে, সবুজের আনন্দে
তার আসা, ফিরে যাওয়া
না পাওয়ার মাঝরাতে।