আগুনের এখন পসার ভালো
খদ্দেরে আজ দুয়ার আলো,
নিজে ফুটছে রঙিন হয়ে
ফিরতি পথে আঁংড়া কালো ।


আগুনের এখন সময় খাসা
মাখছে আগুন ভালোবাসা,
পেটে নিয়ে উড়ছে ফানুস
পথ হারিয়ে ফিরবে কি হুঁশ ?


আগুনের এখন 'আচ্ছে' দিন
জিহাদ আগুনে পুড়ছে স্বাধীন,
ধর্ম অনলে ভস্ম আনিস।
পথের  পাশের কচি পাতায়
পারলে একটু জলও ঢালিস ।


আগুন এখন সস্তা কতো
বোধের মৃত্যু হচ্ছে যত
এই উর্বরতায় উঠছে জেগে
বন্ধনহীন গ্রন্থি সকল।


আগুন এখন নিপুণ অনেক
নিখুঁত মেপে পোড়াতে জানে
সৃস্টি,কৃষ্টির সালতামামি
মিশছে ছাইয়ে হিংস্র গানে।


আগুন এবার ফেরো তুমি
চকমকির সেই অমোঘ গুণে ।
আগুন এবার জাগো তুমি
হৌমনলের শান্তি সুরে ।
আগুন এবার বসো তুমি
শীত ঘেরা ওই জীর্ণ বুকে।