অবলীলায় ফুটিয়ে চলেছে ফুল
পাতা গেছে ঝরে
নেই অজুহাত তাতে
নেই নিরন্নতার কোনও অভিযোগ।


আমার জানলার দিকে আছে যেন চেয়ে
কিছু পড়েছে ঝরে
ব্যস্ত নাগরিক পায়ে পড়েছে চাপা
কেউবা পেয়েছে মুঠোয় আদর।


শুকনো ডালে দিয়ে অপরূপ প্রাণের ছোঁয়া
নিজেকে নিজেই মেলে ধরে
সব সবুজকে করে ম্লান
অপেক্ষায় সবুজের আশ্বাস।


আমার জানলায় দিচ্ছে ওরা ধরা
নরম আলোয় সেজে উঠে
দিন হলে অবসান ঘুমিয়ে পড়ে মায়াময়
নিয়নের আলো গায়ে জড়িয়ে।


বিলিয়ে নয়ন সুখ আমার জানালায়
থমকে যাওয়া সারাদিনের মাঝে
শত অবহেলায় অবিরাম
আমায় রেখেছে করে ছন্দময়!