দুজনের দুটি হাত ধরে
ধুলোমাখা খুনসুটি পেরিয়ে
এখন চির-অবলম্বন।
সেদিনের মোহময়তা
ছড়িয়েছে অনেক স্বপ্ন
কুড়িয়েছে কিছু ব্যাকুল বকুল
দুটি হাত ভরে আবেশে।
অবশেষে তোমার দুহাত জুড়ে
রচিত হয়েছে আমার,
আমাদের লাল সাদা পৃথিবী।
ঘন কেশ অরণ্য মাঝে
উঠেছে ফুটে রক্তিম পলাশ বীথি
ললাটের রাঙা আলোয়
হয়েছে দীপ্ত অপার।
রোজকার খেলনাপাতির ঘর
হয়েছে সংসার ঢেলে রঙ,
জ্বেলে মশাল অতন্দ্র
সাজিয়েছি এই হাতেই!
দুই হাতে বেয়ে ডিঙি
কুড়িয়ে শাপলা শালুক
পেরিয়ে এ-ঘাট, ও-ঘাট
পারের তরে অবিরাম।
আঁজলা ভরে পান করে সুর
দূর গোধূলি পথে দিয়ে হাঁটা
দুটি হাত ধরে, সুদূরের রচনা
রচিত কালের স্রোতে।
দুটি হাত অক্লান্ত আজও
অক্লেশে ধরে, পেরিয়ে ঝঞ্ঝা
নির্নিমেশ গড়তে স্বপ্নের ইমারত।
শক্তি হয়েছে ক্ষয়, মনের কোণে ভয়
শঙ্কা ঘিরে ফেরে এই খেলাঘরে,
শ্লথ হয়ে আসে গতি।
যতি চিহ্নের দিকে এগোয়
জীবন নিজের আপন টানে
তবু টান থেকে যায় তানে বাঁধা
সেই দুটি হাত জুড়ে।