অনেক অতলে আমাদের কোলাহল,
হলাহল মিশে ঘনায় আঁধার
রাংতায় মোড়া জীবন ফিরে যায়
বেড়া ঘেরা নির্জীব খোঁয়ারে!


মোহময় অসীমতায় জাগে ভয়,
সংশয় ঘিরে ধরে অবিরত
নীরবতার খোলসে ঢেকে অভিমান
ডুবিয়ে প্রতিবাদ শত হয়ে সংযত।


অবসানের আলোর রেশ মেখে
নিয়ে আলোকবর্তীকার লাজুক কম্পন
বহু পথ বহু দিক ঘুরে এসে
শেষে মিটিয়ে দেয় শ্রান্তির চুম্বন।


ঘুম নেমে আসে নিয়ে স্বপ্নের
নীল খাম ভরে চোখ জুড়ে,
ঝিল্লির তানপুরায় ওঠে তান
গান হয়ে ভেসে যায় দূরে, সুদূরে!