যে দেশে নিজের জান বাঁচাতে
চলে সর্বক্ষণের দৌড়া দৌড়ী,
সে দেশে আজ বাঘ শিয়ালের
বন বাঁচাতে অযথাই হামাগুড়ি।


নিজের জানটাই যদি না থাকে ভাই,
বন দিয়ে কি হবে?
বন তো আরো বহু আছে,
তা দিয়ে কে কি করেছে কবে?


বন চলে যায় যাক,
তবু প্রাণটা যদি একটু থাকে ভালো,
তবে বনের মাঝে আগুন জ্বলুক,
জ্বলুক বৈদ্যুতিক আলো।