মাতৃভূমির রুগ্ন ক্ষনে,
নেত্রীর মাথায় ধরল ঘুণে!
মন্ত্রীরা আজ ঘুমের তালে,
মাতাল তারা নীতি ভুলে?
নিয়মের খাতা ছিরে ফেলে,
দেশটা নিচ্ছে রশাতলে!
বেকার যুবক কুল হারিয়ে,
পাঁ ফেলেছে আধার পথে!
অবৈধ কাজ করছে হেসে,
কালো টাকা তুলছে হাতে।
দেশের মেয়ে বিক্রি হয়ে,
যাচ্ছে চলে অন্য দেশে!
মায়ের বুকটা খালি করে,
সন্তান মরছে রাস্থা-ঘাটে!
বোনটা ও আজ স্কুলে গিয়ে,
আসছে না আর ঘরে ফিরে!
মানুষ রূপী কুকুর শেয়াল,
স্বাধীনতার বুলি বলে!
দেশের মাথায় মারছে কুড়াল,
তাজা মগজ খাচ্ছে খুলে।
চেতনা নিয়ে বুদ্ধি জীবি,
পেছাল পারে হাবি-জাবি।
আমাদের টাকায় বিদেশ গিয়ে,
মেস্যাজ করায় হাতে পাঁয়ে।
আমরা এমনই এক দেশের জাতী,
যে দেশে নাই নিয়ম নীতি!
এ যদি হয় দেশের গতি,
কোথায় যাবে বাঙালি জাতী?
আবার ও যদি যুদ্ধ হতো,
সোনার দেশটা মুক্তি পেতো।


         ......সোহাগ রায়হান
         হবিগঞ্জ সিলেট,,,,,,,