দুপুরে রোদ মাথার উপরে,
দাঁড়িয়ে আছি বাতাসের হাত ধরে,
চারি দিকের ধূলো-বালি
এসে ঝাপটে ধরছে আমায়,
নিশ্চুপ দাঁড়িয়ে ভাবছি এই
আকাঁশের নিচে শুধু তোমায়।
.
সেদিন ঠিক এভাবেই দাঁড়িয়ে ছিলাম,
আর তুমি এসে বাড়িয়ে দিলে ছাতা;
আজ আমি তোমার থেকে অনেক দূরে,
তাই মনে পরে গেলো সেই মধুক্ষণের কথা।
.
চলতি পথে আবারো যদি
কোথাও হয়ে যায়,
তোমার সাথে হঠাৎ দেখা;
তখনো কি আগের মতোই
জড়িয়ে ধরে বলবে
কেমন আছো খোকা?