আমার সোনার গ্রাম
--- সুহেল ইবনে ইসহাক
মাটির গন্ধে বাতাস বহে আমার সোনার গ্রামে
এই গ্রমেতেই ফুটেছে ফুল ভালোবাসার নামে,
ফুরু গাঙের ঢেউ দেখিলে খুঁজিনা কিছুই,
এই গ্রামেতেই কত স্মৃতি হারিয়ে গেল কই? (আজি)


সরু পথের দুই  ধারেতে ধান লাগতো চাষা
গ্রামটি ভরা ছিল শুধু শান্তি সুখের বাসা।
সোনার গ্রামে ছিল সদা অসীম মায়ার বাঁধন,
প্রেমের সূতায় গাঁথা ছিল ঈদ, পূঁজা-পার্বণ।
প্রেমের মানুষ ছিল আমার, ছিল কত সই ll
এই গ্রামেতেই কত স্মৃতি হারিয়ে গেল কই? (আজি)


এক চিলতে সূর্য আসে ঘরের বাতায়নে
হারিয়ে যাওয়া স্মৃতি গুলো শুধুই পড়ে মনে।
নির্মলা ওই সমীরণ আর বিশুদ্ধ পানি,
পরানটা যে শীতল করে তা সকলে জানি।
স্মৃতির পাতায় ছবি আঁকি পাগলপারা হই ll
এই গ্রামেতেই কত স্মৃতি হারিয়ে গেল কই? (আজি)


আমার গ্রাম আমারই মা ভালোবাসায় সেরা
প্রানিত সব অনুভূতি খাঁটি মায়ায় ঘেরা ।
পিতা-মাতা আর গুরুজন  ছিল মোদের ঠাঁই,
সোনার গ্রামের সোনার স্মৃতি কোথায় ফেরত পাই?
ভাইবা বলে সুহেল ইসহাক, অবাক হয়ে রই !!
এই গ্রামেতেই কত স্মৃতি হারিয়ে গেল কই? (আজি)


রচনাকাল : ফেব্রুয়ারী ৩,২০২৩
টরন্টো, কানাডা।