হৃদ মাজারে মাতৃভূমি
--সুহেল ইবনে ইসহাক


সমস্ত দিন বৃষ্টিতে ভিজে এই শহরটা
যখন একটা মনখারাপের চাদর জড়িয়ে থাকে,
তখন সন্ধ্যা নামার পর্বে দূরের আকাশে মেঘ সরে গিয়ে
একটুকরো সাদা মেঘ জড়িয়ে সূর্যটা উঁকি দিলে,
আমি তাঁকেই যেন হাসতে দেখলাম
আমার এই মেঘলা দিনের ভিতর।
জানিনি, আমার চেনা মায়ের বাইরে  
যাকে মাতৃ রূপেন সংস্থিতা জেনে ভালবাসতে গিয়ে
রোজ এমন করেই জীবনের নানান অনুভবকে রাঙিয়ে দিয়ে,
এই দূরের দেশে চোখ ভেসে যাবে জলে।  


যখন আমার নিত্যদিনের হৃদয় সিন্দুক জুড়ে বসে
তখন বুঝি, ওপারে থাকা আখ্যানবস্তুটি
প্রিয় মাতৃভূমি ব্যতীত আর কেউ নয় I
প্রিয় মাতৃভূমি আছে ঘরে, মনে, খোলা প্রান্তরে,  
হিমের ন্যাড়া ম্যাপেল ট্রি,কিংবা
তুষারাবৃত শুভ্র রাস্তাগুলোতে,
গ্রীষ্মের নাম না জানা পার্কে সবুজের সমারোহে I


হৃদয়টাতে নিরন্তর তারই আসনে পূর্ণ,এটাই প্রাপ্তি,
আর এই প্রাপ্তির ভিতর হেঁটে হেঁটে
পৌঁছে যাই কাঙ্ক্ষিত গন্তব্যে।
সকালবেলা জানালার ভেনিশিয়ান ব্লাইন্ড্
টেনে আলো ডাকতে গিয়ে তাকে নিয়ে ফিরি।
দুপুরের রোদে পুড়তে পুড়তে যখন সব কিছুকে  
কেমন হেলায় তাকিয়ে ফেলে আসতে চাই,
সেই সব উদাস সময়ে প্রিয় মাতৃভূমি
ছবি হয়ে আসে হৃদয় মাজারে I


রচনাকাল: সেপ্টেম্বর ৯, ২০১৬, টরন্টো, কানাডা I