মাগো তুমি কেন ডাকোনা
-সুহেল ইবনে ইসহাক


ভোর বিহানে পাখি ডাকে,সাগর ডাকে,
শুধু তুমি ডাকোনা, মাগো তুমি ডাকোনা,
ডাকলে মাগো গুছিয়ে যেতো সকল যন্ত্রনা।।(একবার)
শুধু তুমি ডাকোনা, মাগো কেন ডাকোনা ?


সাগর ডাকে, আকাশ ডাকে,  ডাকে  গহীন জলের নদী,
মন-প্রাণ জুড়াইতো তুমি ডাকতে যদি, মাগো তুমি ডাকতে যদি।
তোমারই আঁচলের  ছোঁয়া মনের বাসনা,
শুধু তুমি ডাকোনা, মাগো কেন  ডাকোনা ?


”খোকন” বলে ডাকটি পেতে ব্যাকুল আমার মন,
ডাকলে তুমি দেব সাড়া তৈরী সারাক্ষণ, মাগো তৈরী সারাক্ষণ।
দোলনা থেকে কবর অবধি তোমার ভাবনা,
শুধু তুমি ডাকোনা, মাগো কেন  ডাকোনা ?


পূর্ণিমাতে ডাকলে যেমন আসে জোছনা
তোমার নামটি ডাকলে মাগো আসে শান্তনা, মাগো আসে শান্তনা।
মমতা জড়ানো সে ডাক কোথাও পাবনা,
শুধু তুমি ডাকোনা, মাগো কেন  ডাকোনা ?


রচনাকাল :০১ অক্টোবর,২০২৩, টরন্টো, কানাডা।