অহংকারী
--সুহেল ইবনে ইসহাক


দুনিয়ায় মাটির মানুষ কেন এতো অহংকারী
দু’দিনের এই বাহাদুরি  সাঙ্গ হবে তাড়াতাড়ি,
যাইতে হবে সব ছাড়িয়া, আসলে সমনজারি l
দুনিয়ায় মাটির মানুষ কেন এতো অহংকারী?


শুকনো কাঠে আগুন যেমন জ্বলে অভিরাম,
অহংকারেও আমল জ্বলে হাদিসে প্রমাণ l
তাইলে কেন ধন-দৌলত আর রূপের বড়াই করি?
দুনিয়ায় মাটির মানুষ কেন এতো অহংকারী ?


গুনের সাথে অহংকারও জড়িয়ে থাকে তেমন
বিনাশিতে লোহার গায়ে মরীচিকা যেমন,
অহংকার তাই কবর দেয়া অতি দরকারি
দুনিয়ায় মাটির মানুষ কেন এতো অহংকারী ?


অহংকারের বাঁধছে দানা যেইনা অন্তরে,
পাবে নাতো পরমসুখের দেখা নজরে,
সুহেল ইসহাক ভাইবা বলে, বিফল জীবনতরী,
দুনিয়ায় মাটির মানুষ কেন এতো অহংকারী ?


রচনাকাল: ১৬ এপ্রিল, ২০২৩, টরন্টো, কানাডা