গত ৮ অগাস্ট শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপী ৯ম টরন্টো বাংলা বইমেলা I কানাডার বাঙ্গালী অধ্যুষিত টরন্টোর ৯, ডজ রোড এর রয়াল কানাডিয়ান লিজিয়ন হলে সেদিন কবিতা আবৃতি, বাউল গান, পল্লীগীতি,
দেশাত্মবোধক গান, নাটক, নৃত্য, আলোচনা "সাহিত্য ভাবনা" গল্প, কথামালার সাথে নবীন-প্রবীন কবি, ছড়াকার,গল্পকার,প্রাবন্ধিক,সাহিত্যিক, প্রকাশক, পুস্তক বিক্রেতা ও পাঠকদের মিলনমেলা একটি আনন্দপূর্ণ বাংলামেলায় পরিনত হলো I বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাঙালিদের পদচারনায় মুখরিত হয়ে উঠলো নজরুল মঞ্চের কবিতা উত্সব I ওদিকে গান, নৃত্য, আলোচনা আর নাটকে প্রানবন্ত ছিল রবীন্দ্র মঞ্চ I বই ক্রয়- বিক্রয় তো আছেই I সব মিলে উত্তর আমেরিকার এই টরন্টোতে হয়ে গেল এক বৃহত বাংলা উত্সব I