✍ পথ শিশুর আত্মকথন ✍
        ---সুহেল ইবনে ইসহাক
====================
প্রাককথন:
======
  (•ইন্টারনেট-এ বাংলাদেশের একটি ছবি দেখে আমি খুবই আবেগপ্রবণ হই,ছবিটিকে নিয়ে আমার মনের ভাবনা শব্দ শৈলীতে সাজানোর চেষ্ঠা I
  
   •ছবিটাও সাথে পোস্ট করলাম,পড়ে মন্তব্য করলে উত্সাহিত হব Iপথ শিশুদের নিয়ে একটা প্রজেক্ট হাতে নিতে যাচ্ছি, দোয়া করবেন I)
**********************************


প্রচন্ড মাঘের শীতে দেহ থর থর,
উষ্ণ আবেশ চায় কায়া খানি মোর।
নাহি কিছু গায়ে দিতে এই শীতে আহারে !
দু:খটা চেপে রাখি বলিব যে কাহারে ?
ঘর বাড়ি নেই তাই রাস্তায় করি বাস,
রোদ বৃষ্টি সাথী মোদের চির চেনা এই আকাশ ।
থাকিতে পারিনা আর তীব্র এই শীতকালে
কুনোমতে দিন যায় আছে যাহা মোর বালে।


শীত থেকে বাঁচাতে এ জীবনখানি ভাই,
কুকুরের সাথে মোরা সখ্যতা করে যাই।
একসাথে থাকি মোরা কুকুরের সাথে,
ভাগাভাগি করে খাবার,খাই একই পাতে ।


তোমরা থাকো মহাসুখে যে দালানের দশ তলায়,
আমরা থাকি সেই দালানের ড্রেনের পঁচা নর্দমায় ।
কেউ নেই আমাদের, আমরা পথ শিশু,
জীবন যুদ্ধের  সেনা মোরা  চাই না কভু পিছু ।
====================
রচনাকাল :ফেব্রুয়ারী ০২,২০১৬
             টরন্টো,কানাডা