জাগাও  সাম্যবাদ
-- সুহেল ইবনে ইসহাক


আল্লাহ  ওগো  দয়াবান
থাকাও  তুমি  মেহেরবান ,
বান্দি তুমার এ  ভবে
সবই  হারিয়েছে  কবে I
দেখাও  তুমারি  কুদরত
পুরাও তারই  মনোরথ ,
দাওগো তাঁকে সেই  দিশা
দূরকরে সব  অমানিশা I
গায় যেন তুমারি বুলি
সরায়ে ভিক্ষার এ  ঝুলি ,
দাও ফিরে  মা'র সেই হাসি
এতদিন ছিল যে উদাসী I
কবুল করো এফরিয়াদ
জাগাও ধরায় সাম্যবাদ I


রচনাকাল: নভেম্বর ০৪,২০১৫, টরন্টো , কানাডা