অনাগত শিশু
--সুহেল ইবনে ইসহাক


হে অনাগত শিশু !
তোমাকে স্বাগত জানাতে পারতাম
এ নশ্বর পৃথিবীর লাল সবুজের
সোনার বাংলায়,
যেখানে মুয়াজ্জিনের সুমধুর আজানের সুর আর পাখ-পাখালির কুজনে ভোরের সূর্যউঠে I
তোমাকে স্বাগত জানানো যেত সেখানে,
যেখানে পদ্মা, মেঘনা , যমুনা, সুরমা বুকে জলরাশি নিয়ে বয়ে চলে নিরবধি,
যেখানে মানুষে মানুষে ছিল স্নেহ, ভালবাসা, শ্রদ্ধা , গভীর সম্পর্ক, যেখানে জলে রুপালি আর স্থলে সোনালী ফসল জন্মে I


কিন্তু আজ আর তোমাকে স্বাগত জানানো যাচ্ছেনা
হে অনাগত শিশু I
দুষিত পরিবেশে প্রাণ অষ্টাগত, মানবাধিকার , শিশু অধিকার আজ পদদলিত I


হে অনাগত শিশু !
তুমি কি পারবে- মানুষঘাতি  বোমা বানাতে?
তুমি কি পারবে- মিছিলের সামনের সারিতে ঢাল হিসেবে থাকতে?
যেখানে মায়ের কোল আজ তোমার জন্য অনিরাপদ,
তুমি কি পারবে-প্রত্যেহ জীবন মৃত্যুর দোলাচলে মায়ের কোলে থাকতে?
জানি পারবেনা, পারা যাবেনা I
তাই তো তোমাকে স্বাগত জানাতে অপারগ,
ক্ষমা করে দিওI
কবি সুকান্তের অঙ্গীকার আমরা রাখতে পারিনি,
সুকান্ত বেঁচে থাকলে হয়ত তাই বলতেন I


রচনাকাল :সেপ্টেম্বর ২৯,২০১৫
            টরন্টো,কানাডা