শৈশবের ছবি
--সুহেল ইবনে ইসহাক


ভারি সুন্দর গ্রামটা।
মুড়িয়া হাওরের পশ্চিম কূল ঘেঁষে ঝোপ-জঙ্গল, নদী,
মাঠ, শস্য, ঘাসফুলে সবুজে আচ্ছাদিত
এক আদর্শ বাঙালী গ্রাম, যেন কুশিয়ারার দক্ষিণ হাতের দান।
বর্ষার বিশুদ্ধ পানিতে গা ধুয়ে
গোটা গ্রামটাই যেন পবিত্র চেহারা পেয়েছে।
বৃষ্টিস্নাত গাছপালায় সবুজের অভিযান।
সবুজ-সতেজ গাছপালা যেমন আমার শিশুহৃদয়ে দাগ কাটছিল,
তেমনি বাহারি ফুলের নানা রঙে স্মৃতির ক্যানভাসে
অঙ্কিত হচ্ছিল অমোচনীয় সব ছবি।
সেই বর্ষার সেরা ছবি হয়ে আজও আমার মানসপটে
গেঁথে আছে মামুলি এক মেঠো ফুল।
এরপর পল্লীবাংলার কত গাঁয়ে, কত মাঠে কত অজস্রবার
দেখেছি তার ইয়ত্তা নেই।
প্রতিবারই গ্রামটা আমার বুকে অন্যরকম
এক অনুভূতির জন্ম দিয়েছে, বুনেছে অন্যরকম ভালবাসার জাল।
আর স্মৃতির পর্দায় ডানা মেলেছে শৈশবের সেই ছবি।


রচনাকাল: ২২ জানুয়ারী,২০১৭,টরন্টো, কানাডা